মাদারীপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত।

🏠জাতীয় | 01 December 2024 12:23 am 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh মাদারীপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত। জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মাদারীপুরে আহত ও নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালের দিকে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নিহত সকল শহীদদের পরিবারের সদস্যরা এবং গণ-অভ্যুত্থানে আহতরা অংশগ্রহণ করেন। এ সময় স্মরণসভায় নানা তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনে নিহতদের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া আহতরা সে সময়ের নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া সকল ধরনের নির্যাতনের স্মৃতি শেয়ার করেন। পরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, আন্দোলনে অংশগ্রহণকারী আহত ও নিহত সকল শহীদদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়নের কথা জানানো হয়।শহিদ দীপ্তের নামে শকুনি লেকের নামকরণের দাবি জানান তারা। অনুষ্ঠানে, আন্দোলনে নিহত শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্র...