স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে আত্মহত্যা করলেন মাদারীপুরের যুবক
🏠দেশজুড়ে | 21th November , 2024 11:13 am
?স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
নিজস্ব প্রতিবেদক,স্ত্রীর সাথে অভিমান করে রাশেদুল ইসলাম (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।বুধবার সকালে পুরান ঢাকার বংশাল মুকিম বাজার এলাকায় একটি ফ্লাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাসেদুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার আয়নাল সরদারের ছেলে।
পারিবারিক সুত্রে যানা যায় ২০১৯ সালে কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরী এলাকার কুদ্দুস খানের মেয়ে মাহিমার সাথে প্রেমের সম্পর্ক থাকায় পরিবারে না জানিয়ে পালিয়ে বিয়ে করে রাসেদুল। দুই পরিবার বিয়ে মেনে না নেওয়ায় রাসেদুল পুরান ঢাকায় বংশালে একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে থাকতেন।রাশেদুল পুরান ঢাকার একটি ইলেক্ট্রিক দোকানে কাজ করতেন। তাদের সংসার ভালই চলছিল। বছর কয়েক যেতেই রাসেদুল জানতে পারে তার স্ত্রী মাহিমা অন্য পুরুষের সাথে নতুন সম্পর্কে লিপ্ত হয়েছে। এই নিয়ে দুইজনের মধ্যে মাঝে মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকত।স্বামী- স্ত্রী সম্পর্কে ফাটল ধরায়।নিহতের স্ত্রী তার মায়ের কাছে চলে যায়, গত দেড় মাস আগে তার স্ত্রী তাকে ডিভোর্স লেটার পাঠালে।এতে রাসেদুল মানসিকভাবে ভেঙ্গে পরে।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে স্ত্রী মাহিমার সাথে হোয়াটসএপে ভিডিও কলে কথা হয় রাশেদুলের এরপরই রাসেদুল ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
বুধবার সকালবেলা রাশেদুলের কোন সারা শব্দ না পেলে পুলিশকে খবর দিলে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় রাশেদুলের লাশ উদ্ধার করে।
রাশেদুলের বড় ভাই হৃদয় বলেন, আমার ভাইকে অনেক আদর যত্ন করে বড় করেছি তারপরেও ওই মেয়ের জন্য আমাদের সবাইকে ছেড়ে বিয়ে করে ঢাকা গিয়ে বাসা ভাড়া করে থাকত, ওই মেয়ে একটা দুশ্চরিত্র,স্বামী থাকতেও অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল ওর। ওই মে আমার ভাইকে মেরে ফেলেছে আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, ঘটনা আমারা শুনেছি ঢাকার ঘটনা,তারপরেও আমাদের কাছে যদি কোন আইনি সহায়তা চায় আমরা সেটা করবো।
মন্তব্যসমূহ