পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পাকিস্তানে গিয়ে সেনা অভিযানে কীভাবে নিহত হলেন বাংলাদেশি তরুণ? যা বলছে বিবিসি

ছবি
ছবি: সংগৃহীত  পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতদের মধ্যে এক বাংলাদেশি তরুণও রয়েছেন বলে জানা গেছে। নিহত ওই তরুণের নাম ফয়সাল (২২)। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। গত শুক্রবার রাতে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৭ জন নিহত হন। পাকিস্তানের সামা টিভি ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, নিহতদের একজন বাংলাদেশি নাগরিক। পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ ফয়সালের ছবি প্রকাশ করেন। একইভাবে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মাহাজও ফয়সালের ছবি প্রকাশ করেছে। নিহত ফয়সালের চাচা আব্দুল হালিম রোববার গণমাধ্যমকে জানান, দেড় বছর আগে ২০২৪ সালের মার্চে দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন ফয়সাল। দেশ ছাড়ার পর প্রথমদিকে তিনি যোগাযোগ রাখলেও পরে তা কমে যায়। আব্দুল হালিম বলেন, “দেশ থেকে বের হওয়ার সপ্তাহখানেক পর ফোন করেছিল। তখন জানায়, ভারতে আছে এবং সেখান থেকে দুবাই যাবে। চার মাস পর আবার ফোন করে জানায়, দুবাই আছে। কে বা কার মাধ্যমে গিয়েছে, তা বলতে চাইত না। ...

প্রত্যাশা পূরণ করতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন

ছবি
  বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার ওপর ভর করে সুপার ফোরে খেলার সুযোগ পায় টাইগাররা। সুপার ফোরে সেই লঙ্কানদের বিপক্ষেই একমাত্র জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লিটন দাসের দল। এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়েছেন লিটন দাস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে টাইগার অধিনায়ক জানিয়েছে, নিজেদের সেরাটা দিয়েই ফাইনাল খেলার চেষ্টা করেছিল তার দল। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে লিটন লেখেন, 'আমরা দল হিসেবে এশিয়া কাপ ২০২৫-এ আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জয় করা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সকল আবেগী সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।' চোটের কারণে এশিয়া কাপে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন। যা তাকে অনেক দিন কষ্ট দেবে উল্লেখ করে তিনি লেখেন, 'ব্যক্তিগতভাবে বলতে গেলে, চোটের কারণে শেষ দ...

49 untoward incidents reported at puja mandaps: IGP

ছবি
  15 cases filed, 19 arrested; police say no major communal unrest so far Police today said at least 49 untoward incidents have taken place at puja mandaps across the country this month, leading to 15 cases being filed since and the arrest of 19 people September 26. Addressing a press briefing at the police headquarters, Inspector General of Police (IGP) Baharul Alam said the incidents were mostly minor and were resolved peacefully without causing major communal unrest. "We have kept strict surveillance in and around 31,606 puja mandaps to ensure harmony. Whenever an issue arose, police immediately intervened to prevent escalation," he told reporters. The IGP said in some cases police recorded general diaries (GDs) and in others, cases were filed that led to arrests. "Some accused have already given confessional statements before magistrates," he added. He further said that rumours and misleading posts on social media, including the circulation of old videos of idol...

ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

ছবি
  ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি সাবেক রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই-এর স্থলাভিষিক্ত হলেন। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) ঢাকার ফ্রান্স দূতাবাস নতুন রাষ্ট্রদূতের ঢাকায় যোগ দেওয়ার তথ্য জানিয়েছে। জঁ-মার্ক সেরে-শারলে ঢাকায় আসার আগে ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া, মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতি মন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লীতে উপমিশনপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন

The main adviser calls for international human rights activists to come to Bangladesh

ছবি
  The Chief Adviser Professor Muhammad Yunus has called for more frequent tourists to visit Bangladesh, after mentioning the national elections in front of the national elections held in February in February in February. Professor Yunus Robert F. Professor Yunus Robert F. at a hotel in New York on Monday (September 29th). Kennedy Human Rights Association president Kerry Kennedy held a meeting with the top human rights delegation for more than an hour. People who participate in the meeting of different countries and people engaged in establishing human rights and social justice in different countries, the main adviser said, "The most important thing is to visit Bangladesh regularly. Every time you come, the forgotten things come in a new discussion. In the end, you are the voice of the people. In the meeting, he highlighted the delegation about the upcoming elections, ongoing reform process and human rights protection in Bangladesh. He said, 'We have started reconstruction of a...

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

ছবি
  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় নুরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। রাশেদ খাঁন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করেন। এ সময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। প্রসঙ্গত, নুরুল হক নুর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হয়ে গাড়ি পেলেন অভিষেক, দাম কত?

ছবি
 এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ে অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টের তিন ম্যাচে হাফ সেঞ্চুরিসহ মোট ৩১৪ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট প্রায় ২০০। ফাইনালে ব্যর্থ হলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি একটি গাড়িও পেয়েছেন অভিষেক শর্মা। জানা গেছে, অভিষেকের গাড়িটির মডেল—Haval H9। চীনের গ্রেট ওয়াল মটরসের তৈরি এই চার চাকার ফ্ল্যাগশিপ এসইভি শুধু চেহারায় নয়, দামেও বেশ দাপুটে। আন্তর্জাতিক বাজারে এই গাড়ির দাম প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মধ্যে (ভারতীয় মুদ্রায়), যা বাংলাদেশি টাকায় হতে পারে প্রায় ৭৫ লাখ থেকে ৯০ লাখ টাকার কাছাকাছি। পুরস্কার হাতে নিয়ে অভিষেক শর্মা বলেন, ‘গাড়ি পুরস্কার হিসেবে পাওয়া দারুণ অনুভূতি। তবে এটা শুধু আমার নয়—দল, কোচ, অধিনায়কের সমর্থন ছাড়া সম্ভব হতো না। আমি জানি, ঝুঁকি নিয়ে খেললে আউটও হতে পারি। কিন্তু আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখাই আমার ভূমিকা।’ নিজের খেলার ধরন সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম বল থেকেই আক্রমণ করাই আমার পরিকল্পনা। যেকোনো কন্ডিশনে, যেকোনো বোলারের বিরুদ্ধে পাওয়ারপ্লে কাজে লাগানোই মূল টার্গেট ছিল। ...

‘কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবো না’

ছবি
  উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন জিয়ং। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান তিনি। কিম সন জিয়ং বলেন, পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার সমতুল্য। উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না। ২০১৮ সালের পর প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের পাঠানো কোনও সরকারি কর্মকর্তা হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দিয়েছেন কিম সন। ওই বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক সফর করেছিলেন। কিম সন জিয়ং বলেন, পারমাণবিক অস্ত্রের অধিকার আমাদের দেশের সংবিধানে সুরক্ষিত এবং এটি আলোচনার কোনও বিষয় নয়। তিনি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, এই মহড়া কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এ...

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প

ছবি
 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধে রাজি হয়েছে দখলদাররা। তবে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি শুনতে পাচ্ছেন হামাসও এতে রাজি হবে। আর হামাস এই যুদ্ধবিরতিতে রাজি হলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে। আর এরপরই হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর গাজায় গঠিত হবে একটি সরকার বা প্রশাসন। আর এ প্রশাসনের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে।  সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এ অন্তর্বর্তী সরকারের নাম হবে 'দ্য বোর্ড অব পিস' বা শান্তি প্রশাসন। যেটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি৷ ট্রাম্প জানান, আরব ও ইসরায়েলিদের অনুরোধেই তিন...

আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

ছবি
  আফগানিস্তানে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। তালেবান সরকার দেশটির বিভিন্ন প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা শুরুর পর সোমবার এই ঘটনা ঘটে। ইসলামাবাদ থেকে এএফপি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারা রাজধানী কাবুলে তাদের ব্যুরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাইবারসিকিউরিটি ও ইন্টারনেট গভর্নেন্স পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, এখন আমরা দেশব্যাপী সংযোগ সাধারণ মাত্রার ১৪ শতাংশ পর্যবেক্ষণ করছি। সংস্থাটি আরও বলেছে, বর্তমানে দেশব্যাপী টেলিকম ব্ল্যাকআউট কার্যকর রয়েছে।

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

ছবি
মাদাগাস্কারে বিক্ষোভ করে জেন-জি। ছবি : সংগৃহীত  নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কার। পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফার এ বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের দাবি উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় হাজারো বিক্ষোভকারী সড়কে নেমে সরকারের পদত্যাগের দাবি জানায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দেশ নেপালের ‘জেন-জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণীরা। দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ-প্রতিবাদে রূপ নিয়ে তরুণদের এ আন্দোলন। ২০২৩ সালে দেশটিতে পুনরায় নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। র...

গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল

ছবি
  সংগৃহীত ছবি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন সশস্ত্র গোষ্ঠী হামাসের অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে। প্রস্তাব অনুযায়ী, হামাস এতে সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবেন। এ ছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন। তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে। আর এ কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এ ছাড়া সুড়ঙ্গসহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বল...

গাজায় পৌঁছানোর পথে মানবিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা,ইসরায়েল জারি করল নতুন হুঁশিয়ারি

ছবি
  ইসরায়েলি প্রশাসন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (GSF) কে লক্ষ্য করে নতুন হুঁশিয়ারি জারি করেছে। গাজার দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (GSF) এই মুহূর্তে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।  ইসরায়েল এই মানবিক বহরের বিরুদ্ধে নতুন হুঁশিয়ারি জারি করেছে, সম্ভাব্য সামরিক অভিযান এবং জাহাজ জব্দের কথাও বলেছে। সহায়তা বহনকারী এই নৌকাগুলো গাজার ১৯ বছর ধরে চলা অবরোধ ভাঙার চেষ্টা করছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের নৌবাহিনী সম্প্রতি প্রশিক্ষণ শেষ করার পর ফ্লোটিলার দিকে সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিচ্ছে। আগামী তিন দিনের মধ্যে বহরটি গাজার জলসীমায় পৌঁছানোর আশা করছে। একটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ ফ্লোটিলার সংগঠকদের মানবিক সাহায্য বিকল্প বন্দরের মাধ্যমে পাঠানোর প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে ছিল “অ্যাশকেলন”, তবে তারা এটি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে “সাংগঠনিক উসকানি” হিসেবে আখ্যায়িত করেছে। ইতিমধ্যে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য সংঘর্ষে আহতদের জন্য হাসপাতালগুলোতে সতর্কতা বৃদ্ধি করেছে। ফ্লোটিলার সঙ্গে সম্ভাব্য ইসরায়েলি অভিয...

ভবিষ্যৎ সংকট এড়াতে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার

ছবি
 জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে আছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে নানা অনুষ্ঠান এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে যোগ দিচ্ছেন তিনি। সম্প্রতি জেটিও নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের ‘মেহেদি আনফিল্টার্ড’ নামের এক অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি রাজা হাসানের মুখোমুখি হয়েছেন ড. ইউনূস। সেখানে তাকে নির্বাচন ও বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে নানা প্রশ্ন করা হয়। এক প্রশ্নে মেহেদি হাসান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হলেও এখনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার। তবে দেশের জনগণের একাংশকে উদ্ধৃত করে মেহেদি হাসান বলেন, বাংলাদেশের বহু মানুষ এখনই নির্বাচন চায়, আগামীকাল নয় বা এখন থেকে ছয় মাস পরে নয়। সমালোচকরা বলছেন, নির্বাচন অনুষ্ঠানে বেশ বিলম্ব হচ্ছে। নির্বাচনের জন্য আরও ছয় মাসের অপেক্ষা বেশ লম্বা সময়। জনগণ অস্থির হয়ে উঠছে। কেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি? এ বছর নেপালেও সরকারের পতন হয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন করার...

পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস

ছবি
ছবি : সংগৃহীত  এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম রোমাঞ্চ। তবে দুবাইয়ে জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর শিরোপা হাসলো ভারতেরই মুখে। রোববার রাতে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সুর্যকুমার যাদবের দল। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে মোদি লিখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই - ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’ এতে তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দাবি করে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। ওই অভিযানে অংশ নেওয়া অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতে পাল্টা আঘাতও হানে পাকিস্তান। এদিকে ক্রিকেটারদের জয়ে উদযাপনে মেতেছে ভারতীয়রা। দেশের বিভিন্ন স্থানে চলছে উৎসব। আনন্দে মিছিলে শোনা যাচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের পক্ষে বিভিন্ন স্লোগান। আর তা কেনই-বা হবে না। কারণ, ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া ...

স্বরাষ্ট্র উপদেষ্টা ‘পূজা নিয়ে শঙ্কা নেই, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে’

ছবি
  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে। রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগিরা মিথ্যা খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, পুলিশের ৭০ হাজার সদস্য ও ৪৩০ প্লাটুন মাঠে থাকবে। এর সাথে বিজিবি ও অন্যান্য বাহিনীও থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে। এ সময় পূজাকে ঘিরে গুজব ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে হবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী জাতীয় সংসদ ...

এই ৬ খাবারে ভরসা রাখলেই তরতরিয়ে বাড়বে পুরুষদের যৌন ক্ষমতা!

ছবি
  ছবিঃ সংগৃহীত পুরুষদের সুস্থ যৌন জীবন অনেকাংশেই নির্ভর করে জীবনযাপন ও খাবারের উপর। মানসিক চাপ, অনিয়মিত ঘুম, ধূমপান, মদ্যপান ও অস্বাস্থ্যকর খাবার যৌনক্ষমতা কমিয়ে দিতে পারে। তবে প্রকৃতির কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে শরীরে শক্তি বাড়ে, রক্তসঞ্চালন ভালো হয় এবং যৌনক্ষমতা উন্নত হয়। ১. ডিম ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন ও ভিটামিন বি, যা শরীরের শক্তি বাড়ায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। ২. বাদাম আমন্ড, আখরোট ও কাজুবাদামে আছে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, যা রক্তসঞ্চালন উন্নত করে এবং যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ৩. ডার্ক চকলেট ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েড রক্তপ্রবাহ বাড়ায় ও মুড উন্নত করে, যা যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। চলুন জেনে নিই সেই ৬ খাবার সম্পর্কে— ৪. রসুন রসুনে থাকা অ্যালিসিন যৌন অঙ্গের দিকে রক্তপ্রবাহ বাড়াতে সহায়তা করে। প্রতিদিন অল্প পরিমাণ রসুন খাওয়া উপকারী। ৫. তরমুজ তরমুজে থাকা সিট্রুলিন নামক উপাদান রক্তনালীকে শিথিল করে, যা প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করতে পারে। ৬. পালং শাক পালং শাকে রয়েছে ম্যাগনেসিয়াম ও আয়রন, যা শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য কর...

এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতলো ভারত

ছবি
 যেকোনো ফরম্যাটে ভারতকে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে হারিয়েছিল পাকিস্তান। এরপর থেকে ভারতই কেবল শেষ হাসি (টানা ৮ ম্যাচে) হেসেছে। প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েও সেই খরা কাটাতে ব্যর্থ সালমান আলি আগার দল। অবশ্য রোমাঞ্চকর এই মহারণের ফল এসেছে শেষ ওভারে। ৫ উইকেটের জয়ে নবম বারের মতো ভারত মহাদেশসেরার মুকুট পরল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (রোববার) সপ্তদশ এশিয়া কাপ ফাইনালে উড়ন্ত সূচনা পেয়েছিল পাকিস্তান। ১১.২ ওভারে ১০০ রান তুলেও তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অলআউট হয় ১৪৬ রানে। তিলক ভার্মার ফিফটিতে ভর করে ২ বল হাতে রেখেই ভারত জয় নিশ্চিত করেছে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মাকে (৫) দলীয় ৭ রানে ফেরান ফাহিম আশরাফ। স্লো ডেলিভারিতে মেরে খেলতে গিয়ে ধরা পড়েন হারিস রউফের হাতে। পরের ওভারে শাহিন আফ্রিদির স্লো বলে তুলে মারার চেষ্টায় ঠিকঠাক লাগেনি সূর্যকুমার যাদবের (১) ব্যাটে। মিড অফে সামনের দিকে ঝুঁকে পড়ে দারুণ ক্যাচ নিয়েছেন সালমান আগা। সূর্য ব্যাট হাতে ধুঁকছিলেন চলতি বছর, সেই অফফর্ম এবারের এশিয়া কাপেও...

উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট

ছবি
 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। হাসিনাকে শুভেচ্ছা জানানোর পর তার পাল্টা পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি দিয়েছেন সাকিব। এদিকে সাকিব আল হাসানের পোস্টের পাল্টা জবাব দিয়ে একটি পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’ তবে আসিফ মাহমুদের এই পোস্টের পর তার পাল্টা জবাবে আরেকটি পোস্ট করেছেন সাকিব। ফেসবুকে সাকিব লিখেছেন, 'যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।' এদিকে হাসিনাকে...

রাতের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস

ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের মধ্যেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এই সময়ে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৭৩ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।

Durga Puja, Durgapuja, Durgapuja, Durgapuja Manda in India, did not believe in diplomatic etiquette. Yunus, Donald Trump and Shahbaz

ছবি
  Durga Puja, Durgapuja, Durgapuja, Durgapuja Manda in India, did not believe in diplomatic etiquette. Yunus, Donald Trump and Shahbaz Roda, two Durgapuja Mandaps in Baharampur of West Bengal came to the center of discussion for controversial idols. These mandates show idols of political personalities as an asur or monsters. Today, on Sunday (September 28th), the Indian media Times of India reported. It is said in the news that the Khagra Schmetagat Durga Puja Committee chose America's President Donald Trump as their asur. The committee spokesman said this decision has been taken due to strict trade policies and solid visa system of Trump administration. He said, 'Our Prime Minister used to think of Donald Trump, but Trump betrayed her. So he has been shown as an ash. "Meanwhile, the Chief Adviser of Bangladesh, Shown as a Nobel Laureate Professor Dr. Mohammad Yunus The separate head of Pakistan's Prime Minister Shahbaz Sharif was also seen beside him. The theme of thi...

পাকিস্তানে (টিটিপি) তালেবানের হয়ে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের তরুণ নিহত

ছবি
পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত যাদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। নিহত যুবকের নাম ফয়সাল হোসেন(২১)।তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর থানার কালিকাপুর ইউনিয়নে ছোট দুধখালী গ্রামে। গত শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানী নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত হয়। এর মধ্যে একজন ছিলেন বাংলাদেশি যুবক ফয়সাল। ফয়সালের বড় ভাই আরমান হোসেন ফয়সালের অস্ত্রহাতে পোজ দেয়া একটি ছবি দেখে নিশ্চিত করেন যে, ইনি তার ভাই। আরমান দ্য ডিসেন্ট-নামে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফয়সাল হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছেন জানিয়ে ২০২৪ এর মার্চে দেশ ছাড়েন। গত কোরবানির ঈদের আগে তার সাথে সর্বশেষ যোগাযোগ হয় পরিবারের। তারপর থেকে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফয়সালের বাবা একজন ইলেক্ট্রিশিয়ান এবং বড় ভাই আরমান দারাজের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন। পাকিস্তান ভিত্তিক সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই টিটিপির সদস্যদের নিহত হওয়ার ঘটনাস্থলের কয়েকটি ছবি পোস্ট করেছেন।তারা জানান, পাকিস্তানের কারাক অঞ্চলে নিহতদের মধ্যে একজনের লাশ থেকে বাংলাদেশি আইডি কার্ড, টাকা এবং অন্যান্য ডকুমেন্ট উদ...

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলে আমার কিছুই যায় আসে না: কলম্বিয়ার প্রেসিডেন্ট

ছবি
নিউ ইয়র্কের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে যোগ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: সংগৃহীত  যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, এতে 'আমার কিছুই যায় আসে না। আমার ভিসার প্রয়োজন নেই।' গত শুক্রবার তিনি নিউ ইয়র্কের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে যোগ দেন। তিনি মার্কিন সৈন্যদের ডোনাল্ড ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানান। একই দিন হোয়াইট হাউস জানায়, তারা পেত্রোর ভিসা বাতিল করবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক্স-পোস্টে পেত্রো বলেন, 'আমার আর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা নেই। আমার কিছু যায় আসে না। আমার ভিসার প্রয়োজন নেই... কারণ আমি কেবল একজন কলম্বিয়ান নাগরিক নই, একজন ইউরোপীয় নাগরিক। আমি সত্যিই নিজেকে বিশ্বের একজন স্বাধীন ব্যক্তি বলে মনে করি।' তিনি আরও বলেন, 'গণহত্যার নিন্দা করার জন্য এটি (ভিসা) প্রত্যাহার করা প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না।'

Madaripur's young kills in Pakistan (TTP) to fight for the Taliban

ছবি
 In Pakistan (TTP) to fight for the Taliban, Madaripur's young people killed 17 TTP members killed in Pakistan's army's operation. The young man's name is Faisal Hossain (21). The village of the village of Madaripur Sadar Police Station in the village of Kalikapur Union. On Friday night, 17 TTP members were killed in an operation of Pakistani security forces in Khyber Pakhtunkhwar Karak district. One of them was a Bangladeshi youth Faisal. Faisal's elder brother Arman Hossain saw a picture of the pose in the weapon of Faisal, that this is his brother. Aadman told a news media named Aarman The Dubai that Dubai was going to Dubai for a job at Faisal Hizam Center, leaving the country in March 2024. The last communication with him before the Eid of the last sacrifice is the family. It was not possible to communicate even after trying. Faisal's father worked as a Deliveryman of an electrician and elder brother Arman Dawaraj. Pakistan-based journalist Jawad Yousafzai ...

ভারতের উত্তর প্রদেশে আই লাভ মোহাম্মদ কর্মসূচি, আলেম গ্রেফতার

ছবি
  ছবি: ডেকান হেরাল্ড ভারতের উত্তর প্রদেশে আই লাভ মোহাম্মদ কর্মসূচি পালন করাকে কেন্দ্র করে বিক্ষোভ, সহিংসতার ধারাবাহিকতায় স্থানীয় আলেম তৌকির রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর প্রদেশের বারেলিতে শুক্রবারের সহিংসতায় বিক্ষুব্ধ মুসল্লি ছাড়াও অন্তত ১০ পুলিশ আহত হওয়ার পরদিন জনজীবন মোটামুটি সচল হলেও পরিস্থিতি থমথমে। বিক্ষোভ থেকে অন্তত ৪০ জনকে আটকের পর ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত এক হাজার সাতশ' জনকে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তৌকির রাজা কর্মসূচির পক্ষে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে বাসার বাইরে সমর্থক আর মুসল্লিরা জড়ো হন। এতে জননিরাপত্তার স্বার্থে ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকীর রাজাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। মূলত গত ৪ সেপ্টেম্বর কানপুর থেকে এই প্রতিবাদ শুরু হয়। সেসময় ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রায় তাঁবুর ওপর লাগানো পোস্টার ‘আই লাভ মুহাম্মদ’ সরিয়ে ফেলে পুলিশ। এ ঘটনার জেরে গোটা ভারতে ছড়িয়ে পড়া প্রতিবাদের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর শুক্রবার উত্তর প্রদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন তৌকির রাজা। হিন্দু সংগঠনগুলোর অভিযোগ, মিশ্র এলাকায় উসক...

বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে পারেন

ছবি
  সংগৃহীত ছবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপির প্রার্থী হতে পারেন। স্থানীয় নেতারা এ তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়েছে। ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরো সংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।’ ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। এই আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, তৃণমূল বিএনপির কার্যক্রম আরো সংগঠিত ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ছেলের জন্মদিনে শাকিবের আবেগঘন পোস্ট, যা বলছেন অপু বিশ্বাস

ছবি
ছেলে জয়ের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত  ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন আজ। দেখতে দেখতে নয় বছর পেরিয়ে এবার ১০–এ পা দিল ছোট্ট জয়। জন্মদিনে বাবা-মা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় সন্তানকে। তবে বিশেষ এই দিনে অপুর আগে শাকিবের পোস্টই সবার নজর কেড়েছে।শাকিব খান রাত ১২টা পেরোতেই নিজের ফেসবুক পেজে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিদেশের একটি পার্কে জয়ের সঙ্গে খেলায় মেতে আছেন এই সুপারস্টার। ক্যাপশনে তিনি লেখেন, শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র।  তুমি যেন বড় হয়ে একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হও। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তোমার জীবনে যেন সুখ, শান্তি ও সফলতার সব দরজা সবসময় খোলা থাকে। মনে রেখো, তোমার যখনই আমার প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি। অনেক ভালোবাসা আমার ছেলে।শাকিবের পোস্টের প্রায় এক ঘণ্টা পর মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে জয়কে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। তিনি দুটি ছবি শেয়ার করেন একটিতে মা-ছেলে সোফায় বসে আছেন, আরেকটিতে জন্ম...

এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন আসিফ আকবর

ছবি
  আসিফ আকবর। ছবি: সংগৃহীত বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজত্বটা ফিতার ক্যাসেটের যুগে শুরু হয়েছিল। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে তিনি পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন। তারপর কেটে গেছে লম্বা সময়। ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন অসংখ্য গান। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। আসিফ আকবর গানের মানুষ হলেও এক সময় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তার ইচ্ছে ছিলে ক্রিকেটার হবার। ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন কৈশোরের উচ্ছল সময়টায়। সেই স্বপ্নপূরণ না হলেও ক্রিকেট নিয়েই তার জন্য আসলো এক সুখবর। এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি তিনি বিসিবির পরিচালক পদের জন্যও প্রার্থী হবেন।  কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হলেও আসিফ আকবর একসময় ছিলেন ক্রিকেটার। নব্বই দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন।  স্কুলজীবন থেকেই কুমিল্লা লীগে অংশ নিয়েছেন। কুমিল্লা জিলা স্কুলে নির্মাণ স্কুল ক্রিকেটে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্তঃকলেজ ক্রিকেটে তিনি ছিলেন অধিনায়ক। খেলা ছেড়...

Trump couples are laughing with. Yunus, the girl beside him

ছবি
  Trump couples are laughing with. Yunus, Dina, the girl, the Chief Adviser of the Intermediate Government Professor Muhammad Yunus is in New York in the United States. The country's President Donald Trump and First Lady joined a reception organized by the Hospitality of Melania Trump. Muhammad Yunus On September 23, he was with her high-profile reception in New York, daughter Dena Yunus. A picture of them to take together at the ceremony was published. The picture was published on Saturday morning on Saturday at the Verification Facebook page of the Promotion Advisory. It is seen in the picture, one side of the laughing Donald Trump, his wife First Lady Melania Trump, on the other side Muhammad Yunus. Dina Yunus is his daughter in the side of the main adviser. He is standing in the mouth of the sari. It is written in the ception, the film was taken on 23 September, in the reception of Donald Trump in New York on September. Before that, it is known that in the reception of the stat...

শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা দিলেন আরিয়ানকে অ্যারেস্ট করা সেই অফিসার

ছবি
  শাহরুখ খান ও তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন প্রাক্তন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’-এ তাকে অপমান করা হয়েছে। ওয়াংখেড়ে জানিয়েছেন, মামলায় জয়ী হলে প্রাপ্ত ক্ষতিপূরণের পুরো অর্থ তিনি টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দান করবেন। সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সমীরের দাবি, ওই চরিত্র তার সঙ্গে মিল রেখে তৈরি এবং এতে মাদকবিরোধী সংস্থা ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তিনি আদালতের কাছে সিরিজটির স্ট্রিমিং ও বিতরণ বন্ধের নির্দেশ এবং মানহানির ঘোষণা চান। এর পেছনে রয়েছে পুরোনো ঘটনা। ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তখনই মামলার তদন্তে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান আরিয়ান। সেই সময় সমীরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে সিবিআই মামলা করে, যদিও ...

ফুলগাজীতে বিএনপির সদস্য খালেদা জিয়া

ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি  ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে, গত ২২ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটিগুলো প্রকাশ করা হয়। উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়েছে মনির আহম্মদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে। ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়নের কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়াকে। অন্যদিকে, মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। দরবারপুর ইউনিয়নে সভাপতি পদে রয়েছেন ফজলুল হক চৌধুরী এবং মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আনন্দপুর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়া হায়দার নাছির, সাধার...

অলিখিত সেমিফাইনাল জিততে টাইগারদের প্রয়োজন ১৩৬ রান।

ছবি
  বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান জাকের আলী অনিক। বল হাতে ইনিংস শুরু করেন পেসার তাসকিন আহমেদ। প্রথম দুই বল ডট দেন তিনি। তবে তৃতীয় বলেই একটি চার মারেন শাহিবজাদা। পরের বলেই এই পাক ওপেনারকে আউট করেন তাসকিন। পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে ফিরে যান এই পাক ওপেনার। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন শেখ মেহেদী। ক্রিজে আসা সাইম আয়ুবকে সাজঘরে ফেরান এই স্পিনার। তিন বলে খেলে রানের খাতা খোলার আগেই আউট হন এই পাক ব্যাটার। এরপর ক্রিজে আসা অধিনায়ক সালমান আগাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ফখর জামান। তবে রিশাদের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২০ বলে ১৩ করে ফখর ও ৭ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান হুসেন তালাত। বিপর্যয় সামাল দেওয়ার আগেই উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৪৯ রানে ২৩ বলে ১৯ রান করা অধিনায়ক সালমান আগাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।  সালমানের বিদায়ের পর ক্রিজে এসে বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শাহীন আফ্রিদি। রিশাদ হ...

ট্রেন থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত!

ছবি
  ট্রেনের ইঞ্জিনের ভ্রাম্যমাণ লঞ্চার থেকে 'অগ্নি প্রাইম' ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ছবি: সংগৃহীত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 'অগ্নি প্রাইম' নামের একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ট্রেনের ইঞ্জিনের ভ্রাম্যমাণ লঞ্চার থেকে এটি নিক্ষেপ করা হয়। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স-পোস্টে ক্ষেপণাস্ত্র উত্তোলনের ভিডিও শেয়ার করেছেন। অস্ত্র পরীক্ষা ভারতের মতো দেশগুলোর কাছে স্বাভাবিক বিষয়, যেখানে ইতোমধ্যেই মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের বিস্তৃত অস্ত্রাগার রয়েছে। তবে নতুন পরীক্ষাটিতে রেলসেবা ব্যবহার করে দেশটির যে কোনো প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সুবিধা পাওয়া যাবে। এনডিটিভি আরও জানিয়েছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 'অগ্নি প্রাইম'র পাল্লা ২০০০ কিলোমিটার। এর মধ্য দিয়ে ভারত রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনের মতো অভিজাতদের তালিকায় যুক্ত হলো - যারা রেলসেবা ব্যবহার করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। উত্তর কোরিয়াও একই রকম ক্ষমতা ...

Explosive comments in their own book and explosive comments on Gaza issue of Gaza

ছবি
   Ready of the United States Vice President Orange Harris released his upcoming book "One Hundred Severs" in the 2024 presidential election Explosive comments on the cause of the cause and Gaza issue. In the book, Harris directly blamed the top leader of his team, Joe Biden, and said that the results of the election did not show proper sympathy to the innocent people of Gaza. He mentioned that Gaza was a bloody in Israeli aggression has become ruined. At this time, he was defeated by Republican candidate Donald Trump in the election. According to him, the way Biden showed sympathy for the people of Ukraine, so the human voice should also be elevated for the people of Gaza. But Biden did not do it, which influenced the attitude of voters. He wrote that when Biden expressed the support of Zionist with emotional voices, his speech to the people of Gaza would have been inadequate. It did not just have a negative impact on electoral results, but also created an idea of open suppo...

The 'Triple Sabasha' complaint on himself in the United Nation

ছবি
Donald Trump and his wife Melania Trump. Photo: ABC News  US President Donald Trump claimed that 'triple sabotage' occurred during his presence in the United Nations. He said, the errors on the Escellator, Telecast and Sound Systems on the same day are not normal phenomena. The incident is investigating the Secret Service. Trump (24 September) Trump has detailed this issue in a post on his 'Truth Social' platform. The claim that he and his wife Melania use the escalator on the main floor When it was going, it suddenly stopped by a word, so that they were almost going to fall. He also ordered the arrest of people responsible for this incident. Also, at the beginning of his lecture, the telepatter becomes dark and the world leaders did not listen to him because the sound system was inaugurated. Trump wrote, 'Not one, not two, three very horrific incidents.' UN officials have differentiated about this allegation. They said that it was closed due to the activation o...

The Chief Adviser meeting with the Prime Minister of Italy

ছবি
📿 Chief Adviser of the Interim government has held a meeting with Italian Prime Minister Georgia Meloni. Muhammad Yunus The meeting was held on Wednesday (24 September) in a hotel in New York. Night at night, the Chief Advisor's Deputy Press Secretary Abul Kalam Azad Majumdar. Professor Muhammad Yunus is currently in New York to attend the 80th session of the General Assembly. He reached New York on Monday (September 22).

প্রকৃত আসামি পলাতক, ৩০ হাজার টাকার বিনিময়ে জেল খাটছেন নুর আঙ্গুলের ছাপ নিতেই ধরা

ছবি
  আসামি জোবাইদ পুতিয়া (বামে) ও নকল আসামি নুর মোহাম্মদ (ডানে) মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে একটি মাদক মামলার প্রকৃত আসামি জোবাইদ পুতিয়ার পরিবর্তে জেল খাটছেন নুর মোহাম্মদ নামের অন্য একজন নকল (প্রক্সি) আসামি। আদালত থেকে কারাগারে নেওয়ার পর আসামির আঙ্গুলের ছাপ নিতেই বিষয়টি ধরা পড়লে এ নিয়ে আদালত ও কারাগারে তোলপাড় শুরু হয়। জোবাইদ পুতিয়া (৩৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইট্যমপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে এবং নুর মোহাম্মদ (৩৩) টেকনাফ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ফকির আহাম্মদের ছেলে। গত ১২ আগস্টের এমন ঘটনা গত মঙ্গলবার থেকে প্রকাশ্যে আসে এবং বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। নকল আসামি নুর মোহাম্মদ বুধবার পর্যন্ত এ কারাগারে বন্দি আছেন। কুমিল্লা আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, ২০১১ সালে কুমিল্লা সদর দক্ষিণ থানার একটি মাদক মামলায় জোবাইদ পুতিয়ার ঠাঁই হয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। ঐ বছরের ৯ আগস্ট থেকে ২০১২ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত জেল খাটেন তিনি। এরপর জামিনে মুক্ত হলেও নিয়মিত আদালতে হাজিরা দিতেন। অ...

Bangladesh could not fight Bangladesh, India in the final

ছবি
  Bangladesh could not fight Bangladesh, India in the final of 41 runs. It is a big rate in T20. But the target was just 169 runs. Bangladesh scored 169 runs in Super Four's first match against Sri Lanka. The team led by Zaker Ali, who did not fight, Despite the Ladder of Jakaku, the innings of Bangladesh, despite the Ladyans of Jatiya. Saif scored 51 runs 69. India won India in the Asia Cup final. Bangladesh-Pakistan matches are now an undeclared semi-finals, who will win India in the final of September 28. Although Tanzid Tamim lost his wicket in second over, Saif Hassan and Parvez Hossain's Emon pair Bangladesh was in good position in the play 44 runs. But in 41 runs, they have been under pressure from Emon, Tauhid hearts, Shamim Hossain and Zaker Ali's wicket. Sixth overs, Kuldip Yadav was out of six sixes and went out to hit six sixes. He caught Abhishek Sharma near the border. Jasipped Bumrah was out of six sixes and scored 21 runs out. Tauhid heard the heart of Patel...

The 'joint declaration' about Gaza: After a meeting with Trump, Erdouan

ছবি
  US President Donald Trump and Turkish President Recep Tayyep Erdwan Photo: Collected The 'joint declaration' about Gaza: After a meeting with Trump, Erdouan  President Recep Tayyeep Erdwan said that a positive 'joint declaration' will be released soon with Palestinian Gaza. Its results are expected to be 'profitable'. Erdogan said this after a meeting with US President Donald Trump and regional leaders on Tuesday (September 23) with US President Donald Trump and regional leaders. He said, 'We have just finished an extremely very fruitful and positive meeting. I am satisfied - the result will be beneficial. ' After the meeting, journalist asked whether the meeting with Trump could bring a real step to the protection of peace and innocent civilians. In response, Erdogan said a joint announcement will be published soon. He said, 'The final announcement will probably be announced very soon. Today the results of the meeting will be clear today through T...