পাকিস্তানে গিয়ে সেনা অভিযানে কীভাবে নিহত হলেন বাংলাদেশি তরুণ? যা বলছে বিবিসি
ছবি: সংগৃহীত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতদের মধ্যে এক বাংলাদেশি তরুণও রয়েছেন বলে জানা গেছে। নিহত ওই তরুণের নাম ফয়সাল (২২)। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। গত শুক্রবার রাতে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৭ জন নিহত হন। পাকিস্তানের সামা টিভি ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, নিহতদের একজন বাংলাদেশি নাগরিক। পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ ফয়সালের ছবি প্রকাশ করেন। একইভাবে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মাহাজও ফয়সালের ছবি প্রকাশ করেছে। নিহত ফয়সালের চাচা আব্দুল হালিম রোববার গণমাধ্যমকে জানান, দেড় বছর আগে ২০২৪ সালের মার্চে দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন ফয়সাল। দেশ ছাড়ার পর প্রথমদিকে তিনি যোগাযোগ রাখলেও পরে তা কমে যায়। আব্দুল হালিম বলেন, “দেশ থেকে বের হওয়ার সপ্তাহখানেক পর ফোন করেছিল। তখন জানায়, ভারতে আছে এবং সেখান থেকে দুবাই যাবে। চার মাস পর আবার ফোন করে জানায়, দুবাই আছে। কে বা কার মাধ্যমে গিয়েছে, তা বলতে চাইত না। ...